ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : অধ্যাপনার সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - A2/C/5/2021 dt.25.08.2021। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১০সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


ক) প্রফেসর
১) কেমিস্ট্রি (স্পেশালাইজেশন - ফিজিক্যাল কেমিস্ট্রি)
শূন্যপদ - ১ (OBC - A)
২) জিওলজিক্যাল সায়েন্স (স্পেশালাইজেশন - পালেইণ্টলজি, ফুয়েল জিওলজি, এক্সপ্লোরেশন জিওলজি ও জিওস্ট্যাটিকস)
শূন্যপদ - ৩ (ST - 1, SC - 1, OBC-A - 1)

বেতনক্রম - ১,৪৪,২০০/-  - ২,১৮,২০০/-


বয়সসীমা ও যোগ্যতা - সরকারী নিয়ম (G.O. No. 516 - Edn(u) / 1U-91/10 dt. 16th May, 2017 & 894-Edn(U)/HED-12014(21)/1/2019-UNV SEC-Dept. of HE dt. 07.08.2019) অনুযায়ী  হবে।

খ) অ্যাসোসিয়েট প্রফেসর


১) কেমিস্ট্রি (স্পেশালাইজেশন - ফিজিক্যাল কেমিস্ট্রি(১টি পদ), অরগ্যানিক কেমিস্ট্রি (১টি পদ), ইনোরগ্যানিক কেমিস্ট্রি (৪টি পদ))
শূন্যপদ - ৬ (SC - 3, ST - 1, OBC-B - 1, DIFFERENTLY ABLED - 1)


২) জিওলজিক্যাল সায়েন্স (স্পেশালাইজেশন - পালেইণ্টলজি, ফুয়েল জিওলজি, জিওলজি, জিওমর্ফলজি, হাইড্রোজিওলজি, ইকোনমিক জিওলজি, মিনেরালজি, জিওকেমিস্ট্রি, এক্সপ্লোরেশন জিওলজি ও জিওস্ট্যাটিকস)
শূন্যপদ - ৫ (UR - 1, ST - 1, SC - 1, OBC-B - 1, DIFFERENTLY ABLED - 1 )

বেতনক্রম - ১,৩১,৪০০/-  - ২,১৭,১০০/-


বয়সসীমা ও যোগ্যতা - সরকারী নিয়ম (vide G.O. No. 516 - Edn(u) / 1U-91/10 dt. 16th May, 2017 & 894-Edn(U)/HED-12014(21)/1/2019-UNV SEC-Dept. of HE dt. 07.08.2019) অনুযায়ী  হবে।

গ) অ্যাসিসট্যান্ট প্রফেসর


১) কেমিস্ট্রি (স্পেশালাইজেশন - ফিজিক্যাল কেমিস্ট্রি(৩টি পদ), অরগ্যানিক কেমিস্ট্রি (৩টি পদ), ইনোরগ্যানিক কেমিস্ট্রি (৩টি পদ))
শূন্যপদ - ৯ (UR - 2,SC - 3, ST - 1, OBC-B - 1, OBC-A - 1, DIFFERENTLY ABLED - 1)


২) জিওলজিক্যাল সায়েন্স (স্পেশালাইজেশন - পালেইণ্টলজি, ফুয়েল জিওলজি, জিওলজি, জিওমর্ফলজি, জিওফিজিস্ক, ইকোনমিক জিওলজি, মিনেরালজি, জিওকেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং জিওলজি, এক্সপ্লোরেশন জিওলজি ও জিওস্ট্যাটিকস)
শূন্যপদ - ৪ (UR - 1, ST - 1, SC - 1, DIFFERENTLY ABLED - 1 )

বেতনক্রম - ৫৭,৭০০/-  - ১,৮২,৭০০/-


বয়সসীমা ও যোগ্যতা - সরকারী নিয়ম (vide G.O. No. 516 Edn(u) / 1U-91/10    dt.16th May, 2017, and 104 Edn (U) OM-7L/2019 DT. 24.01.2019 and 456 Edn (CS) 8R-01/2019 dt. 07.03.2019) অনুযায়ী  হবে।

আবেদন পদ্ধতি 


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১০সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে। আবেদনপত্রের বয়ান পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট  www.jaduniv.edu.in   থেকে। খামের বাইরে যে পোস্টের জন্য আবেদন করা হয়েছে তার নাম  এবং বিজ্ঞপ্তি নম্বর লিখতে হবে।
আবেদন ফি ৫০০/- টাকা। টাকা জমা করা যাবে ক্রেডিট/ ডেবিট/ নেট ব্যাঙ্কিং/ রুপে কার্ড/ SBI ব্রাঞ্চ এ চালানের মাধ্যমে। 

পূরণ করা আবেদনপত্র রেজিস্টার্ড ডাকে ১০ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে পাঠাতে হবে এই ঠিকানায়- ‘Registrar, Jadavpur University, Aurobindo Bhavan, 188, Raja S.C. Mallick Road, Jadavpur, Kolkata – 700 032। 

মনে রাখতে হবে আবেদনপত্র ও তার সঙ্গে দিতে হবে নিম্নলিখিত ডকুমেন্ট- 

1) Fill in application form (one original and seven photocopies)

2) A copy of the receipt of payment / challan

3) Attested photocopies of all certificates 

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.jaduniv.edu.in। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ