ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

সন্তু সামন্তঃ রাষ্ট্রায়ত্ত সংস্থা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টে কর্মী নিয়োগ করছে।

প্রথমে ৬ মাসের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৪০ হাজার টাকা।  

সফলভাবে ট্রেনিং শেষ করার পর নিয়োগ করা হবে ম্যানেজার পোস্টে। 

এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর Advt. No 02 /2022-FCI Category-II। 

আবেদন করতে হবে অনলাইনে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ২৬ সেপ্টেম্বর ২০২২ এর মধ্যে। 

৬ মাসের ট্রেনিং শেষে ম্যানেজার পোস্টে নেওয়া হবে এই সমস্ত বিভাগে – General / Depot / Movement / Accounts / Technical / Civil Engineering / Electrical এবং Mechanical Engineering। তখন বেতনক্রম 


জোনভিত্তিক শূন্যপদ

1) North Zone – Download PDF File

2) East Zone - Download PDF File

3) West Zone - Download PDF File

4) South Zone - Download PDF File

5) North East Zone - Download PDF File

 

অফিসিয়াল বিজ্ঞপ্তি -   Download PDF

 

ডিপার্টমেন্ট অনুযায়ী যোগ্যতা

১) General – ৬০% নম্বর (SC/ST/ PwBD হলে ৫৫%) সহ যে কোনও শাখায় গ্র্যাজুয়েট অথবা, CA/ICWA/CS পাশ। 

২) Depot - ৬০% নম্বর (SC/ST/ PwBD হলে ৫৫%) সহ যে কোনও শাখায় গ্র্যাজুয়েট অথবা, CA/ICWA/CS পাশ। 

৩) Movement - ৬০% নম্বর (SC/ST/ PwBD হলে ৫৫%) সহ যে কোনও শাখায় গ্র্যাজুয়েট অথবা, CA/ICWA/CS পাশ। 

৪)  Accounts – বি কম গ্র্যাজুয়েট সাথে ফিনান্সে এম বি এ অথবা, Associate Membership। 

৫) Technical – এগ্রিকালচারে বি এস সি / ফুড সায়েন্সে বি টেক বা বি ই / এগ্রিকালচার ইঞ্জিনিয়ায়রিং এ বি টেক বা বি ই। 

৬) Civil Engineering – সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি। 

৭)  Electrical Engineering  - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি।

8)  Mechanical Engineering – মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি। 

প্রতিটি ক্ষেত্রেই বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে (০১/০৮/২০২২ অনুযায়ী)। 


নির্বাচন পদ্ধতি

অনলাইনে দুটি ধাপে (Phase-I and Phase-II) পরীক্ষা নেওয়া হবে।

প্রথম ধাপে ১০০ নম্বরের পরীক্ষায় ২৫ নম্বর করে থাকবে এই ৪ টি বিষয়ে - English Language, Reasoning Ability, Numerical Aptitude এবং General Studies।

পশ্চিমবঙ্গে পরীক্ষা হবে এই সকল কেন্দ্রে - ASANSOL, DURGAPUR, GREATER KOLKATA, HOOGLY, SILIGURI । 

দ্বিতীয় ধাপে বিষয়ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে ।

বিস্তারিত সিলেবাস পাওয়া যাবে ফুড কর্পোরেশন এর অফিসিয়াল ওয়েবসাইট এ। 


আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ২৬ সেপ্টেম্বর ২০২২ এর মধ্যে।

আবেদনের ফি ৮০০ টাকা (SC/ST/PwBD and Women candidates are exempted)।

আবেদনের লিঙ্ক – Apply Now

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন ফুড কর্পোরেশন এর অফিসিয়াল ওয়েবসাইট – https://fci.gov.in/

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ