ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েদের চাকরির সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী। শূন্যপদ ২৪৯টি।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ মার্চ, ২০২২ এর মধ্যে। 

Recruitment of meritorious sportsmen and women in CISF against sports quota 2021NewPDF icon(534 KB)

স্পোর্টস কোটা - ২০২১ এর ভিত্তিতে এই নিয়োগ হবে। 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


মোট শূন্যপদ - ২৪৯টি (পুরুষ - ১৮১টি, মহিলা - ৬৮টি) 
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ। সংশ্লিষ্ট ক্ষেত্রে স্টেট/ন্যাশনাল/ইন্টারন্যাশনাল গেমস, স্পোর্টস ও অ্যাথলেটিকস এ প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা থাকতে হবে।

১ জানুয়ারি, ২০১৯ থেকে ৩১ মার্চ, ২০২২ বা লাস্ট এডিশনের যে কোন গেমস/টুর্নামেন্ট/কম্পিটিশনের অংশগ্রহণকারীরা আবেদনের যোগ্য।

পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৭সেমি এবং বুকের ছাতির মাপ হতে হবে ৮১ সেমি থেকে ৮৬ সেমির মধ্যে।
নির্দিষ্ট ও বিশেষ কিছু ক্যাটাগরির ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬০সেমি।

মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৩সেমি। এছাড়াও শারীরিক ভাবে সক্ষম এবং উল্লেখিত নির্দিষ্ট মান অনুযায়ী চোখের দৃষ্টির মান হতে হবে।


বয়স হতে হবে ১ আগস্ট, ২০২১ অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।


বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা


নির্বাচন পদ্ধতি


ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্টেশন, ট্রায়াল টেস্ট, প্রফিসিয়েন্সি টেস্ট এবং মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্টেশন, ট্রায়াল টেস্ট, প্রফিসিয়েন্সি টেস্ট - এই চারটি ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে মেডিক্যাল এক্সামিনেশনে বসার সুযোগ দেওয়া হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে ডাকের মাধ্যমে ৩১ মার্চ, ২০২২ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে CISF এর অফিসিয়াল ওয়েবসাইট  https://www.cisf.gov.in/  থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ ডাকের মাধ্যমে পাঠাতে হবে। খামের উপরে লিখতে হবে - " APPLICATION FOR THE POST OF HEAD CONSTABLE/GENERAL DUTY UNDER SPORTS QUOTA - 2021(Name of discipline/event) "।

আবেদন মূল্য ১০০/- টাকা। এসসি/এসটি/মহিলাদের ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না। আবেদন মূল্য জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।

ডিমান্ড ড্রাফট ও ডাকের মাধ্যমে আবেদন পত্র পাঠানোর ঠিকানা ক্যাটাগরি অনুযায়ী আলাদা। কোন ক্যাটাগরিতে কোন ঠিকানায় ডিমান্ড ড্রাফট ও কোথায় আবেদনপত্র পাঠাতে হবে এর বিস্তারিত তথ্য পাওয়া যাবে CISF এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.cisf.gov.in/  এ।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CISF এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.cisf.gov.in/  ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ