ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ভিলাই স্টিল প্ল্যান্টে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। ট্রেনিং দেওয়া হবে Apprenticeship Act 1961/1973 অনুযায়ী। ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট ডিগ্রী বা ডিপ্লোমা থাকলেই আবেদনের যোগ্য।

 
আবেদন করতে হবে অনলাইন পোর্টালে ৫ মার্চ, ২০২২ এর মধ্যে।

আরও পড়ুনঃ গ্র্যাজুয়েট দের IIT তে চাকরি, এই সুযোগ মিস করবেন না


ট্রেনিং পিরিয়ড - ১ বছর

যে যে ট্রেডে  গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে
 সেগুলি হল - 
১) মেকানিকাল 

শূন্যপদ - ৬টি (UR-2, SC-1, ST-2, EWS-1)

২) ইলেকট্রিক্যাল
শূন্যপদ - ৬টি (UR-2, SC-1, ST-2, EWS-1)

৩) মাইনিং
শূন্যপদ - ৬টি (UR-2, SC-1, ST-2, OBC-1)

যে যে ট্রেডে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 
১) মেটালার্জি
শূন্যপদ - ৬টি (UR-2, SC-1, ST-2, OBC-1)

২) সিভিল
শূন্যপদ - ৬টি(UR-3, SC-1, ST-1, EWS-1)

৩) CS/IT
শূন্যপদ - ৫টি (UR-2, SC-1, ST-1, EWS-1)

অফিসিয়াল বিজ্ঞপ্তি   See Here

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং বি.টেক ডিগ্রী/ ডিপ্লোমা থাকতে হবে।
আবেদনকারী গত ৩ বছরের আগে ডিগ্রী/ডিপ্লোমা প্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না।
গ্র্যাজুয়েট এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের স্টাইপেন্ড প্রদান করা হবে।

নির্বাচন পদ্ধতি


মেধার ভিত্তিতে শর্ট লিস্টেড প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। সেকারণে প্রয়োজনীয় তথ্যাদির অরিজিনাল কপি নিয়ে যেতে হবে।
পাশাপাশি শারীরিক সক্ষমতার জন্য মেডিক্যাল সার্টিফিকেট জমা করতে হবে।

নির্বাচিত প্রার্থীদের ইমেল বা BOAT এর পোর্টাল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
নির্বাচিত প্রার্থীদের দুই সপ্তাহের মধ্যে তাদের উল্লেখিত ট্রেনিং সেন্টারে গিয়ে অফার লেটার গ্রহণ করতে হবে নইলে তাদের নাম বাতিল হতে পারে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইন পোর্টাল https://portal.mhrdnats.gov.in/boat এ ৫ মার্চ, ২০২২ এর মধ্যে।
আবেদন করার সময় BOAT এর পোর্টালে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন http://portal.mhrdnats.gov.in/announcements । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ