ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাজরা ক্যাম্পাস সহ মোট ১৩ টি কলেজে  ২০২২-২০২৩ সেশনে আইনের স্নাতক কোর্সে ভর্তি নেওয়া হবে।

কোর্সের মেয়াদ ৫ বছর।

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read now 

আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে।

আসন সংখ্যা ১৬৮০ টি

আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০ জুলাই, ২০২২ তারিখে এবং আবেদনের শেষ তারিখ ৮ আগস্ট, ২০২২ তারিখ। 

যোগ্যতা

সেরা ৪ টি বিষয়ে কমপক্ষে মোট ৪৫% নম্বর সহ ( SC/ST/OBC-A/OBC-B/PERSON WITH DISABILITY (Disability 40% or more)  : At least 40% ) যে কোনও শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।

বয়সের কোনও বিধিনিষেধ নেই। 

যে সমস্ত ছেলেমেয়েরা WBCHSE, ISC,CBSE, Rabindra Mukto Vidyalay and NIOS ছাড়া অন্য কোনও বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের কলকাতা বিশ্ব বিদ্যালয় থেকে সমতুল্য যোগ্যতার সার্টিফিকেট নিতে হবে।

সার্টিফিকেট পাওয়া যাবে এই ঠিকানায়-  office of the Registrar, ( Equivalence Section) University of Calcutta, 87/1, College Street, Kolkata-700073 । 

অনলাইনে অ্যাপ্লিকেশান করার আগেই এই সার্টিফিকেট নিয়ে নেওয়া দরকার।

সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কে উচ্চ মাধ্যমিক পাসের মার্কশিট এর ফটোকপি দিয়ে আবেদন করতে হবে । 

 

মেধা তালিকা কীভাবে তৈরি হবে - 

কোনোরকম কোনও প্রবেশিকা পরীক্ষা হবে না।

উচ্চমাধ্যমিকের সেরা ৪ টি বিষয়ে পাওয়া মোট নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে।

মেধাতালিকা প্রকাশিত হওয়ার সম্ভাব্য তারিখ ১২ আগস্ট, ২০২২।

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টাল www.caluniv.ac.in এর মাধ্যমে।

আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০ জুলাই, ২০২২ তারিখে এবং আবেদনের শেষ তারিখ ৮ আগস্ট, ২০২২ তারিখ। 

আবেদন মূল্য ৫০০/- টাকা।

তবে এসসি/এসটি/ওবিসি এ/ওবিসি বি/প্রতিবন্ধী ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন মূল্য কেবল ২৫০/- টাকা।

টাকা জমা করতে হবে অনলাইনে দেওয়া লিঙ্কের মাধ্যমে।

আবেদন করার সময় কোন কলেজে পড়তে চান তা পছন্দের তালিকা হিসেবে ১,২, ৩ এমনটা উল্লেখ করে দেবেন।

কোনো ধরণের সমস্যা হলে যোগাযোগ করতে পারেন এই হেল্প লাইন নম্বরে 9330364963 / 9831390819

অথবা ইমেল করতে পারেন এই মেল আইডিতে calawadmissionhelpdesk@gmail.com

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.caluniv.ac.in অথবা www.caluniv-ucsta.net

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ