ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ভারতীয় পূর্ব রেল ইউনিটে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - RRC-ER/Act Apprentices/2022-23।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখ থেকে।

আবেদনের শেষ তারিখ ২৯ অক্টোবর, ২০২২।

ট্রেনিং দেওয়া হবে Apprentices Act, 1961 এবং Apprenticeship Rules, 1992 অনুযায়ী।

 

ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য

 

যে যে ডিভিশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 

১) হাওড়া ডিভিশন
মোট শূন্যপদ - ৬৫৯টি

২) লিলুয়া ওয়ার্কশপ
মোট শূন্যপদ - ৬১২টি

৩) শিয়ালদহ ডিভিশন
মোট শূন্যপদ - ৪৪০টি

৪) কাঁচড়াপারা ওয়ার্কশপ
মোট শূন্যপদ - ১৮৭টি

৫) মালদা ডিভিশন
মোট শূন্যপদ - ১৩৮টি

৬) আসানসোল ডিভিশন
মোট শূন্যপদ - ৪১২টি

৭) জামালপুর ওয়ার্কশপ
মোট শূন্যপদ - ৬৬৭টি

 

যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।

পাশাপাশি শারীরিকভাবেও সক্ষম হতে হবে।

 

বয়স - বয়স হতে হবে ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

নির্বাচন পদ্ধতি 

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে হবে অনলাইনে RRC/ER কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট www.rrcer.com এর মাধ্যমে।

আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখ থেকে।

আবেদনের শেষ তারিখ ২৯ অক্টোবর, ২০২২।

আবেদন করার সময় অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আগে।

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।

আবেদনকারী কেবলমাত্র একবারই আবেদন করতে পারবেন।

একাধিক ট্রেডে আবেদন করলে তার আবেদনপত্র বাতিল করা হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন RRC/ER কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট www.rrcer.com

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ