ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : আই ডি বি আই ব্যাঙ্কে মোট ১০৪৪ জন এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। এছাড়াও মোট ৫০০ জন কোর্স করে চাকরি পাওয়ার সুযোগ পাবে।

আরও পড়ুন –

কারণ ২০২২ - ২৩ বর্ষে IDBI ব্যাঙ্ক PGDBF কোর্সে ভর্তি নেওয়া হবে। বিজ্ঞপ্তি নম্বর - 1/2022-23।

ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। 

আবেদন করতে হবে অনলাইনে, আবেদনের শেষ তারিখ ১৭ জুন, ২০২২।

পোস্ট ও কোর্স অনুযায়ী বিস্তারিত তথ্য

১) এক্সিকিউটিভ
শূন্যপদ - ১০৪৪টি

২) PGDBF কোর্স
আসন সংখ্যা - ৫০০টি

কোর্সের মেয়াদ - ১ বছর

 

আরও পড়ুন –  পৃথিবীর দীর্ঘতম উদ্ভিদের সন্ধান মিলল অস্ট্রেলিয়ায়

 

যোগ্যতা - প্রতিটি ক্ষেত্রেই যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ হতে হবে।

বয়স - এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২২ অনুযায়ী ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

কোর্সে ভর্তির জন্য বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

আরও পড়ুন –  নামী সংস্থার সফট ড্রিংকসে পাওয়া গেল টিকটিকি

 

এক্সিকিউটিভ পোস্টের মাসিক পারিশ্রমিক - প্রথম বছর ২৯,০০০/- টাকা, দ্বিতীয় বছর ৩১,০০০/- টাকা এবং তৃতীয় বছর ৩৪,০০০/- টাকা।

স্টাইপেন্ড - কোর্সের ক্ষেত্রে ট্রেনিং পিরিয়ডে প্রথম ৯ মাস ২৫০০/- টাকা করে স্টাইপেন্ড প্রদান করা হবে এবং বাকি ৩ মাস ইন্টার্নশিপ পিরিয়ডে মাসিক ১০,০০০/- টাকা প্রদান করা হবে।

নির্বাচন পদ্ধতি

দুটি ক্ষেত্রেই অনলাইন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

আরও পড়ুন – ওটিটিতে ফিরছেন ফেলুদা, দেখেনিন ট্রেলার

 

অনলাইন পরীক্ষার মোট নম্বর ২০০ ও সময়সীমা ২ ঘণ্টা। প্রশ্নপত্র করা হবে হিন্দি এবং ইংরেজি ভাষাতে।

প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

 

আরও পড়ুন –  ভাইরাল এভারেস্টের চূড়ায় ভারতীয় সেনার জাতীয় সঙ্গীত

 

এক্সিকিউটিভ পোস্টটিতে চুক্তিভিত্তিক মেয়াদে অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.idbibank.in এর মাধ্যমে ১৭ জুন, ২০২২ এর মধ্যে।

ইন্টিমেশন চার্জ বাবদ আবেদন মূল্য ১০০০/- টাকা।

তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ইন্টিমেশন চার্জ বাবদ কেবল ২০০/- টাকা জমা দিতে হবে।

 

আরও পড়ুন –  মোনালিসার ওপর হামলা ! দেখুন ভিডিও

 

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/ UPI ইত্যাদির মাধ্যমে।

একজন আবেদনকারী কেবল একবারই আবেদন করতে পারবেন।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.idbibank.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ